স্মৃতি ইরানিকে নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে রাম কাপুর

প্রথম নিউজ, অনলাইন: কিছুদিন আগেই নিজের চেহারার পরিবর্তন নিয়ে ছবিসহ একটি পোস্ট করেছিলেন অভিনেতা রাম কাপুর। কারো তাঁর নতুন লুক যেমন পছন্দ হয়েছে, কেউ আবার সমালোচনাও করেছেন। যদিও এসব পাত্তা দেন না রাম কাপুর। বরং নিজের কাজেই মনোনিবেশ করেছেন তিনি।
তবে সম্প্রতি তার একটি মন্তব্য ঘিরে ফের তৈরি হয়েছে বিতর্ক। স্মৃতি ইরানির চেহারা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন রাম কাপুর। আর চর্চা বাড়তে কিভাবে সামাল দিলেন অভিনেতা?
রাম কাপুর বলেন, ‘ভারী চেহারার পুরুষদের সফল হওয়া কঠিন। তবে নারীদের ক্ষেত্রে সে আশঙ্কা কম।
স্মৃতি ইরানি ভারী চেহারা হওয়া সত্ত্বেও সফল।’ রাম কাপুরের অতীতে নিজের ভারী চেহারার কথা উল্লেখ করে আরো বলেন, ‘স্মৃতি যখন অভিনয় জগতে আসেন, তখন আমার মতোই মোটা ছিলেন। উনি আমার চেয়ে বেশি সফল। তবে উনি খুব তাড়াতাড়ি অভিনয় জগৎ থেকে সরে গিয়েছেন।
’
রাম কাপুরের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই উঠেছে বিতর্কের ঝড়। তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার কারো মতে, একজন নারীকে নিয়ে ঠিক কীরকম মন্তব্য করা উচিত, তা সম্ভবত ভুলে গিয়েছেন অভিনেতা। এ ধরনের মন্তব্যকে অনেকেই ‘বডিশেমিং’ বলেও আখ্যা দিয়েছেন। রামকে কটাক্ষ করে চুপ থাকার অনুরোধ করেছেন তারা।
চর্চা যখন তুঙ্গে তখন সমালোচনায় রাম কাপুর বলেন, ‘স্মৃতি জানেন আমি কী বলতে চেয়েছি এবং আমিও জানি আমি কী বলেছি। অন্যরা কী বললেন, কিছু যায় আসে না। যতক্ষণ নিজের কাছে আপনি পরিষ্কার, তখন কে কী বলছে সেটা গুরুত্বপূর্ণ নয়।’
সম্প্রতি বারবার বেফাঁস মন্তব্য করছেন রাম কাপুর। কয়েক দিন আগে তার ওয়েব সিরিজ ‘মিস্ট্রি’র প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন। কাজের চাপের সঙ্গে ‘গণধর্ষণে’র তুলনা করেন। তার এই মন্তব্যের ফলে অস্বস্তিতে পড়েন ওই ওয়েব সিরিজের অন্যান্য কলাকুশলীরা। রাম কাপুরও যথেষ্ট সমালোচনার শিকার হন। সেই রেশ কাটতে না কাটতে ফের নতুন বিতর্কে অভিনেতা।