সব সরঞ্জাম ও সক্ষমতা ব্যবহারের নির্দেশ ইরানি সেনাপ্রধানের
এসব সরঞ্জাম, রেভ্যুলুশনারি গার্ড কোর এবং আইন প্রয়োগকারী বাহিনীকে এ কাজে ব্যবহার করা হবে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ানকে নিয়ে ‘নিখোঁজ’ হেলিকপ্টারকে খুঁজে পেতে সেনাবাহিনীর সব সরঞ্জাম ও সক্ষমতা ব্যবহারের নির্দেশ দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। তিনি বলেছেন, এসব সরঞ্জাম, রেভ্যুলুশনারি গার্ড কোর এবং আইন প্রয়োগকারী বাহিনীকে এ কাজে ব্যবহার করা হবে। বার্তা সংস্থা তাসনিম তাকে উদ্ধৃত করে বলেছে, সশস্ত্র বাহিনীসহ সব বাহিনী শুরু থেকেই উদ্ধার অভিযানে নেমেছে।