ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায়

রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায়

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী তিনটি হেলিকপ্টার বহরের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টারটি ‘রাফ’ অবতরণ করেছে। সেখানে উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। বাড়তি কোনো তথ্য দেয়া হয়নি ওই রিপোর্টে। ইরানের মিডিয়া এ নিয়ে পরস্পরবিরোধী রিপোর্ট দিচ্ছে। তবে এখন পর্যন্ত সরকারি কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।