স্বর্ণের দাম কমল
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
প্রথম নিউজ, অনলাইন: দেশের বাজারে রেকর্ড গড়ার তিন দিনের মাথায় স্বর্ণের দাম কমেছে। নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। বুধবার থেকে এই দাম কার্যকর হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দিতে হবে ৯৭ হাজার ৬২৮ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা। এর আগে গত ১৮ মার্চ এই মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়।
২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে এক হাজার ১০৮ টাকা কমানো হয়েেছে। সে হিসাবে বুধবার থেকে এই মানের স্বর্ণের দাম পড়বে ৯৩ হাজার ১৯৫ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয় ৯৪ হাজার ৩০৩ টাকায়।
আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৯৩৪ টাকা। ফলে বুধবার থেকে ৭৯ হাজার ৮৯৮ টাকায় কিনতে হবে এই মানের প্রতি ভরি স্বর্ণ। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয় ৮০ হাজার ৮৩২ টাকায়।
এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭৫৮ টাকা কমিয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৬৭ হাজার ৩০১ টাকা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: