সাবিনাদের ম্যাচে বাঁশি বাজাতে ভারত থেকে আসলেন জয়া
সাবিনারা দেশের বাইরে প্রীতি ম্যাচ খেললেও দেশের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছেন
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী ফিফা রেফারি জয়া চাকমা। সাবেক এই নারী জাতীয় ফুটবলার ভারতে শারীরিক শিক্ষা বিষয়ে উচ্চতর পড়াশোনা করছেন। ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে দুইটি ম্যাচের জন্য ভারত থেকে গতকাল রোববার বাংলাদেশে এসেছেন।
সাবিনারা দেশের বাইরে প্রীতি ম্যাচ খেললেও দেশের মাটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছেন। নারী ফুটবলের ঐতিহাসিক এই দুই ম্যাচের সিরিজে বাঁশি বাজাতে ভারতের বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে এসেছেন জয়া চাকামা।
মালয়েশিয়ার বিপক্ষে নারী দলের দুটি প্রীতি ম্যাচই ফিফা টায়ার-১ স্বীকৃতি পেয়েছে। এমন ম্যাচে নিরপেক্ষ বিদেশি রেফারি দিয়ে খেলা পরিচালনা করার নিয়ম। বাফুফে এবার ফিফার কাছে অনুরোধ করায় দেশি রেফারি দিয়ে এই দুই ম্যাচ পরিচালনা করার বিশেষ অনুমতি মিলেছে। এরপর থেকে বাফুফে দেশে ফিফা প্রীতি ম্যাচ আয়োজন করলে বিদেশি নিরপেক্ষ রেফারি দিয়ে পরিচালনা করতে হবে৷
বাংলাদেশে ঘরোয়া ম্যাচে রেফারিরা খুব কম সম্মানী পান। হোমে ফিফা ম্যাচ পরিচালনা করলে ১০০ ডলার সম্মানী পান রেফারিরা। জয়া চাকমা এই দুই ম্যাচের জন্য ভারত থেকে নিজ খরচেই দেশে এসেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews