সংবিধান লঙ্ঘনের দোহাই দিয়ে ভোট চুরির সুযোগ দেওয়া হবে না: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধান লঙ্ঘনের দোহাই দিয়ে আর ভোট চুরির সুযোগ দেওয়া হবে না। শুক্রবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কৃষক দল এ সভার আয়োজন করে।
প্রথম নিউজ চট্রগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধান লঙ্ঘনের দোহাই দিয়ে আর ভোট চুরির সুযোগ দেওয়া হবে না। শুক্রবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কৃষক দল এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান বিচারপতি সাহাবুদ্দীনের আমলে দেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল না। কিন্তু দেশের প্রয়োজনে ঐকমত্যের ভিত্তিতে আমরা সেটা করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করেছিলেন। এখনো নির্বাচনের আগে কিংবা পরে সংবিধান সংশোধনের সুযোগ আছে। কোন পথে যাবে, সরকারকে ঠিক করতে হবে। সংবিধান লঙ্ঘনের দোহাই দিয়ে এবার আমরা আর ভোট চুরি করতে দেব না।’
সাংবাদিকদের লেখার ওপর সরকার নিয়ন্ত্রণ আরোপ করেছে অভিযোগ তুলে আমীর খসরু বলেন, ‘কয়েক দিন আগে প্রথম আলোর একজন রিপোর্টারকে তুলে নিয়ে জেলে পাঠানো হয়েছিল। তাঁর রিপোর্টে একজন দিনমজুরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, পেটের ভাত জোগাড় করা কঠিন।’
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আ ন ম খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ ও আজম খানের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফর ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।