সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে খুন

বুধবার (০৬ জুলাই) রাতে উপজেলার পশ্চিম গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযুক্ত মাহফুজকে আটক করেছে পুলিশ। 

সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে যুবককে কুপিয়ে খুন

প্রথম নিউজ, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আবু সাঈদ (২৬) নামে এক প্রতিবেশী যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। বুধবার (০৬ জুলাই) রাতে উপজেলার পশ্চিম গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযুক্ত মাহফুজকে আটক করেছে পুলিশ। 

আবু সাঈদ নালিতাবাড়ীর পশ্চিম গেরাপচা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করতেন। মাহফুজ একই গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তিন বছর আগে মাহফুজের স্ত্রী মিনারা ওমানে যান। দুই বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরেন। এরপর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বছরখানেক আগে মিনারা মাহফুজকে তালাক দিয়ে বাবার বাড়ি দিনাজপুরে চলে যান।

এদিকে স্ত্রী চলে যাওয়ায় মাহফুজ সন্দেহ করে, আবু সাঈদের সঙ্গে তার সাবেক স্ত্রীর পরকীয়া আছে। এ কারণেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। সন্দেহের বশে বুধবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে সাঈদকে মাছ ধরার কথা বলে মাঠে নিয়ে ধারাল দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় সাঈদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অভিযুক্ত মাহফুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাত সাড়ে ১২টার দিকে শহরের নয়ানিকান্দা এলাকায় নালিতাবাড়ী-ঢাকা সড়ক থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ঘটনাস্থল থেকে একটু দূরে রাস্তার পাশের ঝোপ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। ইতোমধ্যে মাহফুজকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজ হত্যার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যার কাজে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করেছি। এখনো অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom