সাফে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

সাফের অ-১৭ ও নারী চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে

 সাফে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ
সাফে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সাফের অ-১৭ ও নারী চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে পড়েছে। অ-১৭ বালক প্রতিযোগিতাতেও ‘এ’ গ্রুপে বাংলাদেশ। এখানে তাদের প্রতিদ্বন্দ্বী মালদ্বীপ ও শ্রীলঙ্কা। 

অ-১৭ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক শ্রীলঙ্কা। তবে দেশটির চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে ক্রিকেটে এশিয়া কাপ আয়োজন করেনি দ্বীপদেশটি। ক্রিকেট আয়োজন না করলেও ফুটবলের বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করছে দেশটি। 

চলমান পরিস্থিতিতে এ নিয়ে খানিকটা সংশয় থাকলেও শ্রীলঙ্কার উপর ভরসা রাখছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ‘তারা এখন পর্যন্ত আয়োজন করবে বলে জানাচ্ছে। আমরা সেটার উপরই নির্ভর করছি।’ 

৫-১৪ সেপ্টেম্বর অ-১৭ চ্যাম্পিয়নশিপ। শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট শুরুর পরের দিনই নেপালের কাঠমান্ডুতে নারী সাফ। একই সময়ে সাফের দুই টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘একটি সিনিয়র নারী দল, আরেকটি পুরুষ বয়সভিত্তিক দল। ফলে সমস্যা হবে না।’ 

দীর্ঘদিন পাকিস্তান ফিফার নিষেধাজ্ঞায় ছিল। সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ দিয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে। নারী ফুটবলে অংশ নিলেও অ-১৭ টুর্নামেন্টে খেলছে না পাকিস্তান। 

এর পেছনে কারণ হিসেবে সাফ সাধারণ সম্পাদক বলেন, ‘পাকিস্তানের নিষেধাজ্ঞার পরই আমরা সব টুর্নামেন্টে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছি। তারা নারী ফুটবলকে বেছে নিয়েছে।’ 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom