সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু
প্রথম নিউজ, মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে বিষধর সাপের কামড়ে আবু জিহাদ আকাশ (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার করমদি গ্রামের কুমারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ওঝা দিয়ে চিকিৎসার পর শনিবার (২২ জুলাই) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবু জিহাদ আকাশ উপজেলার করমদি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। সে করমদি গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আবু জিহাদ আকাশ তার নিজের ঘরে শুয়ে ছিল। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় সাপটিকে ধরে একটি প্লাস্টিকের পাত্রে আটকে রাখা হয়।
পরে প্রথমে স্থানীয় ওঝা ও কবিরাজ ডেকে চিকিৎসা করা হয়। ক্রমশ তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আকাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।