সেপ্টেম্বরেই খুলছে মৈত্রী সেতু, চালু হতে চলেছে আখাউড়া রেল
ইতিমধ্যেই প্রস্তুতি শেষের দিকে বলে জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সব ঠিকঠাক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরেই খুলে যাবে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সংযোগ। সেপ্টেম্বরের শুরুতেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হতে পারে মৈত্রী সেতু। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম সীমান্তে ফেনি নদীর ওপর নির্মাণ করা হয়েছে এটি। ইতিমধ্যেই প্রস্তুতি শেষের দিকে বলে জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর হাত দিয়েই আগরতলা-নিশ্চিন্তপুর-আখাউড়া হয়ে ঢাকা পর্যন্ত রেলপথ উদ্বোধনের প্রস্তুতি চলছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব দু-তিনদিনের মধ্যেই আগরতলায় আসতে পারেন। জানা গিয়েছে, এখনই সরাসরি আগরতলা থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল করছে না। নিশ্চিন্তপুর থেকে ট্রেন বদল করতে হবে যাত্রীদের। অন্যদিকে, ফেনি সেতুর ওপর দিয়ে পণ্যবাহী যান চলাচল শুরু হতে ২০২৪ সালের এপ্রিল মাস। ফেনি নদীর ওপর মৈত্রী সেতুকে উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে বলছেন বিশেষজ্ঞরা।
২০২১ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স পদ্ধতিতে একবার ফেনি সেতু উদ্বোধন করেছিলেন। তবে তখনও দুদিকের চেক পোস্ট বসানো হয়নি। গোটা সেতুটির মোট দৈর্ঘ্য ১.৯ কিলোমিটার। খরচ হয়েছে ১৩৩ কোটি টাকা। ভারত সরকারের ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে এই সেতু নির্মাণের বরাত পায় গুজরাটের সংস্থা ডিআরএ ইনফ্রাকন। এপারের সাব্রুম, ওপারের রামগড় হয়ে ৪৫ কিলোমিটার দূরের চট্টগ্রাম সমুদ্রবন্দরের সঙ্গেও সংযোগ গড়ে দেবে এই সেতু।