রাশিয়ার লুনা-২৫ ভেঙে পড়ল চাঁদের পৃষ্ঠে

রবিবার রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, অল্প দূরত্বে ভেঙে পড়েছে রাশিয়ার মহাকাশযান।

রাশিয়ার লুনা-২৫ ভেঙে পড়ল চাঁদের পৃষ্ঠে

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: কমে আসছিল দূরত্ব, বাড়ছিল উৎকণ্ঠা। ৪৭  বছরে রাশিয়া এই প্রথম চন্দ্রভিযানে অংশ নিয়েছিল। অপেক্ষার প্রহর গুনছিল গোটা দেশ। সব ঠিক থাকলে সোমবারই চাঁদে নামত রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫। কিন্তু তা আর সফল হল না। রবিবার রুশ মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, অল্প দূরত্বে ভেঙে পড়েছে রাশিয়ার মহাকাশযান। শনিবারই বেশকিছু সমস্যা দেখা দিয়েছিল। জানা গিয়েছে নির্ধারিত গতির থেকে বেশি গতিতে ছুটছিল লুনা-২৫। তাতেই ঘটে বিপত্তি। চন্দ্রপৃষ্ঠের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে পড়ে সেটি। 

 এখন অপেক্ষার প্রহর গুনছে ভারত। চন্দ্রযান ২- এর ব্যর্থতার পর চন্দ্রযান-৩ পাঠিয়েছে ভারত। মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ল্যান্ডার। কমেছে গতি। রবিবার ফের কমানো হবে তার গতি। চাঁদের দিকে ক্রমশ এগিয়ে চলেছে।  ইসরো জানিয়েছে, ইন্টারন্যাল চেকিং সেরে চাঁদের মাটিতে পা রাখবে ল্যান্ডার বিক্রম। সব ঠিক থাকলে আগামী বুধবার বিকেলে রোভার প্রজ্ঞানকে পেটের ভেতর নিয়ে চাঁদ ছোঁবে বিক্রম।