সেন্সর হয়নি, দেশে 'জাওয়ান' মুক্তি নিয়ে অনিশ্চয়তা

আজ বৃহস্পতিবার ভারতের সঙ্গে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। ছবিটি মুক্তি পেলে বাংলাদেশে অনন্য নজির সৃষ্টি হতো।

সেন্সর হয়নি, দেশে 'জাওয়ান' মুক্তি নিয়ে অনিশ্চয়তা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : ভারতের সঙ্গে বাংলাদেশে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ভারতের সঙ্গে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। ছবিটি মুক্তি পেলে বাংলাদেশে অনন্য নজির সৃষ্টি হতো। তবে এখন পর্যন্ত সিনেমাটির সেন্সর প্রদর্শনী হয়নি। আজ দুপুর ১২ টায় এটি প্রদর্শিত হতে পারে। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ বলেন, এটি এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তাই কবে মুক্তি পাচ্ছে বলা যাচ্ছে না। প্রক্রিয়া শেষ হওয়ার পর সেন্সর প্রদর্শনী করব। তবে সিনেমাটি বৃহস্পতিবারেই সেন্সর প্রদর্শনী করে একই দিনে মুক্তি দেওয়া সম্ভব নয়।

যদি সেটা  হয় তাহলে হবে একেবারেই ব্যতিক্রম। এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন। সিনেমাটি বাংলাদেশে আমদানির সঙ্গে যুক্ত অনন্য মামুন জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। তিনি এটি বললেও আজ 'জাওয়ান' মুক্তি পাওয়া অনেকটাই অনিশ্চিত।