সিদ্ধিরগঞ্জে কিশোর খুনের ঘটনায় গ্রেফতার ৪

সিদ্ধিরগঞ্জে কিশোর খুনের ঘটনায় গ্রেফতার ৪

প্রথম নিউজ, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকার আব্দুল্লাহ খান পায়েল (১৪) হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থান থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিদ্ধিরগঞ্জের আব্দুল সামাদের ছেলে মো. হৃদয় (৩০), গোদনাইল নয়াপাড়া এলাকার মো. ফারুকের ছেলে সাব্বির (১৮), দক্ষিণ কদমতলীর কাশেম পাড়া এলাকার দুলালের ছেলে মো. আতিক (২২) ও নাভানা সিটি এলাকার আবুল কাশের ছেলে মো. জাহিদ (১৮)।

এর আগে শুক্রবার রাত ১০টায় দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে বিরোধের জেরে আব্দুল্লাহ ছুরিকাঘাতে আহত হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার রাতেই নিহতের বাবা সামীম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

স্থানী বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরের সঙ্গে একই এলাকার অন্য আরেকেটি গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার রাতে পায়েলকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পায়েলকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।’