সাদেক হোসেন খোকার বাসভবনে তল্লাশি-ভাঙচুরের অভিযোগ
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালানোর নামে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, গতকাল রাতে মরহুম সাদেক হোসেন খোকার বাসভবনে পুলিশ হানা দিয়েছে। সেখানে তার ছেলে ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে না পেয়ে তাদের বাসভবনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির নামে পুলিশ ইশরাক ও তার মায়ের কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, ইশরাককে না পেয়ে তার বাসার দারোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ির সিসি ক্যামেরাও নিয়ে গেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ প্রমুখ।
এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে বিস্ফোরক আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে সোমবার (১২ ডিসেম্বর) মামলাটি করেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews