স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন: বুবলী
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : ঢালিউড তারকা শাকিব খান ও শবনম বুবলী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেই যাচ্ছেন। এক সময়ের এই জনপ্রিয় তারকার এখন যেন সাপে-নেউলে সম্পর্ক। সংবাদমাধ্যমকে দেওয়া শাকিব খানের সাক্ষাতকার থেকে শুরু হয় এ ঝামেলা। যেখানে বুবলীর বিরুদ্ধে ‘অবৈধ সম্পর্কের’ অভিযোগ আনেন শাকিব। বুবলী কীভাবে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলেন, সে বিষয় নিয়েও কথা বলেন।
এসব বিষয় নিয়ে বুবলীও এক সাক্ষাতকারে ক্ষোভ ঝেড়েছেন। স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম বুবলী।
এই অভিনেত্রী বলেন, তিনি (শাকিব) যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, বানোয়াট অভিযোগ দিয়ে উনি বোল্ড হতে চান, উনি উনার পুরুষত্ব প্রমাণ করতে চান; এটি কী আসলে প্রমাণিত হবে? উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছেন। উনি উনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছেন। এতে কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে?
বুবলী আরও বলেন, উনি নিজেকে সুপারস্টার হিসেবে দাবি করেন, আমি এই নামটি উচ্চারণ করতে চাই না, কোনো ইচ্ছাই নেই। কারণ উনি বারবার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি। একজন সন্তানের মা, স্ত্রী তো স্বামীকেই শেল্টার হিসেবে ব্যবহার করবেন। এটা কি আমার ভুল হয়েছে? এ কারণে আমি তার নাম আর মুখে আনতে চাই না।