স্ত্রী খুনে স্বামীর মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে
আসামি লুৎফর শেখের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রায়ের জন্য নির্ধারিত দিনে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
প্রথম নিউজ, ঢাকা: ১৫ বছর আগে খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে (২৮) হত্যার ঘটনায় করা মামলায় বিচারিক আদালতে স্বামী লুৎফর শেখকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
আসামি লুৎফর শেখের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে রায়ের জন্য নির্ধারিত দিনে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান। গত ১০ অক্টোবর এ মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। পরে এ বিষয়ে রায়ের জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেন সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চ।
জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার গোনালী গ্রামে নিজ বাড়িতে স্বামী লুৎফর শেখ স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ওই ঘটনায় সাবিনার মা সখিনা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২১ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
বিচার শেষে ২০১৭ সালের ২২ মার্চ লুৎফর শেখকে মৃত্যুদণ্ড দেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল ও জেল আপিল করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews