স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

প্রথম নিউজ, মানিকগঞ্জ : মানিকগঞ্জে স্ত্রী বৃষ্টি আক্তারকে হত্যার দায়ে স্বামী তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৩ জুন) দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় দেন।


আসামি তরিকুল ইসলাম সিংগাইর উপজেলার খাসেরচর এলাকার আজমত আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, স্ত্রী বৃষ্টি আক্তারকে নিয়ে তার স্বামী তরিকুল ইসলাম বিভিন্ন জায়গায় ভাড়া থাকতেন। বিয়ের পর থেকেই তরিকুল বৃষ্টিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০২০ সালে গাছের ডাল দিয়ে বৃষ্টিকে মারধর করলে তার মৃত্যু হয়। ঘটনার পর তরিকুল পালিয়ে যায়। এ ঘটনায় বৃষ্টির পরিবার মামলা করলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দেন।