সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ আটক ৪

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ আটক ৪
শেখ তারিকুল হাসান

প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারিকুল হাসান সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক জানান, বিএনপির ইউনিয়ন ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ শ্রীপুরে কর্মসূচি ছিল। পুলিশ সেখানে গিয়ে স্টেজ ভেঙে দিয়ে কর্মসূচিতে বাধা দেয়। পরে কর্মসূচি করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলে ব্যারিকেট দিয়ে বিএনপি নেতা তারিকুল হাসানকে আটক করে।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেকার আলী জানান, বিএনপি নেতা তারিকুল হাসানকে আটক করেছে বলে শুনেছি। কিন্তু এ ব্যাপারে এখনও বিস্তারিত জানতে পারিনি। সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, দক্ষিণ শ্রীপুর এলাকায় নাশকতার অভিযোগে তারিকুল হাসানসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom