সিডনিতে সংবর্ধিত হলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা
: সিডনির রকডেলে একটি ফাংশন সেন্টারে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়া সফররত সাংবাদিক
প্রথম নিউজ, ডেস্ক : সিডনির রকডেলে একটি ফাংশন সেন্টারে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়া সফররত সাংবাদিক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটিকে সংবর্ধনা দিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব।
ক্রিকেট বোর্ড ও সাংবাদিকদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশ থেকে আসা সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব ও ক্রিকেট বোর্ড মিডিয়া কমিটির সবাইকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্লাবের সভাপতি মো: রহমতুল্লার সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি’র পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু ও মূল বক্তা ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল।
সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ঢাকা পোস্টের আপন তারিক, ডিবিসির আব্দুল্লাহ হীরা, সময় টিভির তারেক হাসান শিমুল, আন্তর্জাতিক ব্রডকাস্ট সাংবাদিক সৌমেন গুহ, বৈশাখী টিভির এস এম সুমন, এনটিভির বর্ষণ কবীর, সমকালের সিকান্দার আলী, ক্রিকফ্রেঞ্জির আবিদ আলম, চ্যানেল ২৪ এর আশিক রুদ্র, ডেইলি সানের শামসুল আরেফিন, বাসসের সৈয়দ মোহাম্মদ পিঠু, প্রথম আলোর শামসুল হক টেংকু, বিসিবির ফটোগ্রাফার রতন গোমেজ, দেশ রুপান্তরের মোশারফ হোসেইন, সোপা ইমেজের মো: মানিক, ৭১ টিভির রিয়াসাত আজিম, নাহিয়ান বিন জসিম, নিউজ ২৪ এর শুভ দেবনাথ, যমুনা টিভির হাসিনুর রহমান
সংগীত শিল্পী অমিয়া মতিনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হয়ে সম্বোর্ধনা অনুসঠানে আরো উপস্থিত ছিলেন বিসিবি’র ডিরেক্টর ও অলিম্পিক এসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, নরসিংদি জেলা স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শানীনুল ইসলাম ভুইয়া, দেশের সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাঈফ, ময়মনসিংহ বিভাগীয় স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, নারায়নগঞ্জ জেলার ডিআইজি রেজা।
সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ঢাকা পোস্টের আপন তারিক, ডিবিসির আব্দুল্লাহ হীরা, সময় টিভির তারেক হাসান শিমুল, আন্তর্জাতিক ব্রডকাস্ট সাংবাদিক সৌমেন গুহ, বৈশাখী টিভির এস এম সুমন, এনটিভির বর্ষণ কবীর, সমকালের সিকান্দার আলী, ক্রিকফ্রেঞ্জির আবিদ আলম, চ্যানেল ২৪ এর আশিক রুদ্র, ডেইলি সানের শামসুল আরেফিন, বাসসের সৈয়দ মোহাম্মদ পিঠু, প্রথম আলোর শামসুল হক টেংকু, বিসিবির ফটোগ্রাফার রতন গোমেজ, দেশ রুপান্তরের মোশারফ হোসেইন, সোপা ইমেজের মো: মানিক, ৭১ টিভির রিয়াসাত আজিম, নাহিয়ান বিন জসিম, নিউজ ২৪ এর শুভ দেবনাথ, যমুনা টিভির হাসিনুর রহমান। সামাজিক কাজে অবদান রাখার জন্য বে-সাইড বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক আফরিনা চৌধুরী স্মৃতিকে সম্মাননা জানান হয়।
এসময় বিশেষভাবে সম্মানিত করা হয় সিডনিবাসী-বাংলার আব্দুল মতিনকে। অনুভূতি ব্যক্ত করার সময় আব্দুল মতিন একসময়ের কষ্টকর সময়ের সাংবাদিকতার কথা তুলে ধরেন।
সম্মাননা গ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ টিটু বলেন, আপনাদের আতিথিয়েতায় আমি ও আমরা মুগ্ধ, সম্মানিত। মিডিয়া কমিটির প্রধান হিসেবে তিনি তার বিভিন্ন কাজের কথা তুলে ধরেন, তিনি বলেন, বোর্ডের সাথে সাংবাকিদের ও জনগনের সম্পর্ক ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ড: শাখায়াত নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফীন ও সদস্য আব্দুল্লাহ আল নোমান, বিশেষ বক্তা ও ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল।
সভাপতি মো: রহমতুল্লাহর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে ডিনারের পর সমাপ্তি হয় অনুষ্ঠানের। অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: শফিকুল আলম, কাজী সুলতানা সিমি, ট্রেজারার আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নির্জন মোশারফ, আকাশ দে, সাংস্কৃতিক সম্পাদক এলিজা আজাদ টুম্পা, প্রকাশনা সম্পাদক বেলাল হোসাইন, সদস্য আব্দুল মতিন, আবু তারিক, আতিকুর রহমান শুভ, মারিয়াম মুন, সঞ্জয় টাবুসহ অন্যান্যরা।