সাগর সৈকত থেকে শিশুর মরদেহ উদ্ধার

মো. ইউসুফ পতেঙ্গার একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চট্টগ্রামের পতেঙ্গার হোসেন আহমেদ পাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করত।  

সাগর সৈকত থেকে শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

প্রথম নিউজ, চট্রগ্রাম: চট্টগ্রামের বন্দর থানার আনন্দ বাজার এলাকার সাগর সৈকত থেকে মো. ইউসুফ (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১১ মে) দুপুরে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে আমরা সেখানে যাই। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

মো. ইউসুফ পতেঙ্গার একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চট্টগ্রামের পতেঙ্গার হোসেন আহমেদ পাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করত।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom