সংগীতশিল্পী নির্মলা মিশ্র মারা গেছেন
শনিবার রাতে চেতলায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি
প্রথম নিউজ, ডেস্ক : কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী নির্মলা মিশ্র আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে চেতলায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
শনিবার রাত ১২টা ৫ মিনিটে (রবিবার) মৃত্যু হয় নির্মলা মিশ্রের, এমনটাই জানিয়েছেন তার পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তী। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সাম্প্রতিক অতীতে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই গায়িকা। তবে শেষের দিকে তিনি আর হাসপাতালে থাকতে চাইতেন না। তাই বাড়িতেই চলত চিকিৎসা।
পরিবার সূত্র খবর, রোববার সকালে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে নির্মলার মরদেহ। ভক্তরা সেখানেই প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্মলা মিশ্রের কালজয়ী গানের মধ্যে রয়েছে-‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘আমি তো তোমার চিরদিনের হাসি-কান্নার সাথী’, ‘ও তোতা পাখি রে’, ‘সেই একজন দিও না তাকে মন’, ‘আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি’, ‘কাগজের ফুল বলে’ প্রভৃতি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews