স্কুল-কলেজের নতুন এমপিওভুক্তি শিগগিরই
নতুন অর্থবছরে বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া।
প্রথম নিউজ, ঢাকা: নতুন অর্থবছরে বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। এখন চলছে আবেদনগুলার শেষ পর্যায়ের যাচাই-বাছাই এবং জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের রিপোর্ট সংগ্রহের কাজ। তবে কবে নাগাদ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দেয়া হবে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। চলতি মাসের শেষে অথবা আগামী মাসে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দেয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার। জানতে চাইলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন নিউজবাংলাকে বলেন, ‘নতুন এমপিওভুক্তির কাজ অনেকখানি হয়ে গেছে। কিছু রিপোর্ট এখনও হাতে পাইনি। রিপোর্টগুলো পেলে খুব শিগগিরই নতুন এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে।’
কবে নাগাদ এমপিওভুক্তির ঘোষণা দেয়া হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে কাজটি শেষ করতে চাই। সম্ভব হলে মার্চে অবশ্যই ঘোষণা দেয়া হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যাচাই-বাছাই কমিটির এক সদস্য বলেন, ‘নতুন এমপিওভুক্তির কাজ অনেকটাই এগিয়ে রয়েছে। নতুন শিক্ষাসচিব যোগদান করায় কাজ কিছুটা বিলম্ব হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আশা করছি, খুব শিগগিরই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির ঘোষণা দেয়া হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর। গতবারের মতো এবারও প্রধানমন্ত্রী নতুন এমপিওভুক্তির ঘোষণা দিতে পারেন।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: