সাঈদীর মৃত্যুতে শোক, ফেনী ছাত্রলীগের ২০ নেতাকর্মী বহিষ্কার
প্রথম নিউজ, ফেনী: মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় জেলা ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ নেতাকর্মীকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতাকর্মীর মধ্যে জেলা ও উপজেলা কমিটির অনেক দায়িত্বশীল অনেক নেতার নাম রয়েছেন।