ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা
সিট বাণিজ্য-চাঁদাবাজির অভিযোগ
প্রথম নিউজ, ঢাকা: হলের সিট বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রী। এই দুই নেত্রীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিলে পদত্যাগের হুমকিও দেন তারা। আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে দুই নেত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করেন ছাত্রলীগ নেত্রীরা। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেত্রীরা অভিযোগ করেন, রিভা ও রাজিয়ার অনুমতি ছাড়া কলেজ প্রশাসন শিক্ষার্থীদের কোনো কাগজে সই করেন না। সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি তুলে ধরা হয়।
উল্লেখযোগ্য কয়েকটি দাবি হলো-
১. কলেজে একচেটিয়া রাজনীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
২. প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. সিট বাণিজ্য বন্ধ করতে হবে।
৪. জান্নাতুল ফেরদৌসীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
৫. কলেজের সিসিটিভির ফুটেজ গায়েব করা যাবে না।
উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ১০টার দিকে রিভা ও রাজিয়ার উপস্থিতিতে তাদের অনুসারীরা ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে মারধর করে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ ইডেন কলেজে সংবাদ সম্মেলন করা হয়।