সিইসিকে চিঠি দিয়ে যা জানাল জাপা
প্রথম নিউজ, ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে অফিসিয়ালি চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। চিঠিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির মনোনীত প্রার্থী নির্বাচনে জাপার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও নমুনা স্বাক্ষরের বিষয়ে সিইসিকে জানানো হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সিইসি বরাবর এ সংক্রান্ত চিঠি দেয় জাপা।
চিঠিতে জাপা জানায়, আসন্ন নির্বাচনে আর্টিকেল ১২(৩এ) (বি) এবং ১৬.(২)(৩) অনুযায়ী, জাপা মনোনীত প্রার্থী নির্বাচনে পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।