শাহবাগে রাস্তা অবরোধ করে অনশন, তীব্র যানজট
সারাদেশে আজ গণঅনশন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি চলছে

প্রথম নিউজ, ঢাকা: কুমিল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও তাদের ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে গণঅনশন করছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সেখানে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।
আজ শনিবার সকাল ৬টা থেকে শাহবাগে এ গণঅনশন কর্মসূচি শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা শাহবাগ মোড়ের সড়কে অবস্থান নেন। এসময় আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাকার স্বামীবাগ ইসকন মন্দিরের পুরোহিত মহামন্ত্র কিপ্তন দাশ বলেন, ‘আমরা সাম্প্রদায়িক সন্ত্রাস, নির্যাতনে জড়িতদের বিচার দাবি করছি। সারাদেশে আজ গণঅনশন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: