শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেন যুগেযুগে গণতন্ত্রকে রক্ষা করার জন্যে ---- ডা.মাজহার
প্রথম নিউজ গাজীপুর:গাজীপুর মহানগর বিএনপির কার্যালয়ে মহান রাষ্ট্র্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম।
সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মীর হালিমুজ্জামান ননী। সঞ্চালনায় করেন বিএনপি বিএনপি নেতা ভিপি জয়নাল আবেদীন তালুকদার। প্রধান অতিথি ডা.মাজহারুল আলম বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া অনুধাবন করেছিলেন, বাংলাদেশের মীর জাফরেরা অনাগত দিনে বারবার স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করার ষড়যন্ত্র করবে। যে ষড়যন্ত্র আজকেও দেশকে গণতন্ত্রহীন করেছে। বর্তমান ও অনাগত দিনের এ-ই সকল ষড়যন্ত্র নস্যাত করার জন্যই শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাই, আজও শতশত বাধা মোকাবিলা করে দুর্দিনের কান্ডারী দেশনায়ক তারেক রহমান গণতন্ত্রের ঝান্ডা হাতে নিয়ে জাতির পাশে দাঁড়িয়েছেন। ইনশাল্লাহ, ভোটারবিহীন সরকারের পতন অনিবার্য।
মীর হালিমুজ্জামান ননী বলেন, জাতির গণতন্ত্রের কর্ণধার তারেক রহমানের আহবানে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। তিনি সবাইকে তৈরি থাকার আহবান জানান।
আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা এড. শহীদুজ্জামান, আহাম্মদ আলী রুশদি, অধ্যাপক নজরুল ইসলাম, বাসন মেট্রোথানা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, পূবাইল থানার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমূখ।