শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রথম নিউজ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে নুরুল ইসলাম (৫৮) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের উত্তর মোবারকঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার নুরুল ইসলাম মোবারকঘোনা এলাকার মৃত ইদ্রিসের ছেলে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে শিশুটি মাদরাসায় যাচ্ছিল। পথে একটি সেতুর নিচে নিয়ে তাকে বলাৎকার করেন নুরুল ইসলাম। পরে শিশুটি তার বাবাকে জানালে তিনি একজনকে সঙ্গে নিয়ে নুরুল ইসলামকে আটক করেন। খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এসআই আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের বিষয়টি স্বীকার করেছেন নুরুল ইসলাম। বুধবার (৬ ডিসেম্বর) শিশুটির মেডিকেল পরীক্ষা করানো হবে।

ধুম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান বলেন, ঘটনা শোনার পর ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।