শিল্পায়নের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে: শিল্পমন্ত্রী
নরসিংদীতে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রথম নিউজ,নরসিংদী: করোনা দুর্যোগ মোকাবেলায় সরকার যেভাবে কাজ করে গেছে বিশ্বের অনেক দেশ সেটি করতে পারেনি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
আজ শুক্রবার সকালে নরসিংদীতে মাসব্যাপী বিজয় মেলা উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘করোনাকালে শিল্প মালিকরা তাদের প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসংস্থান অব্যাহত রেখেছেন। ফলে কর্ম করে মানুষ রোজগার করতে পেরেছে। শিল্পায়নের ফলে বেড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি’
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা কোভিড হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঁইয়া বক্তব্য রাখেন।
মেলায় বস্ত্র, মনোহারি, শিশুদের খেলনা, কাঠের আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্যসহ দুই শতাধিক স্টল রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: