শ্রীময়ীকে নিয়ে ডেটে গেলেন কাঞ্চন
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বহুদিন ধরেই প্রেম করছেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যদিও প্রকাশ্যে এখনও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেনি এই জুটি। তবে দুজনের একসঙ্গে ঘুরে বেড়ানো, সময় কাটানো, পাশে থাকা এসব দেখে ভক্তদেরও বুঝতে বাকি নেই তাদের মাঝে কী চলছে।
বছর খানেক আগেও একে অপরের বিষয়ে বেশ সাবধানী ছিলেন। নিজেদেরকে আড়াল করে রাখতেন ভক্তদের নজর থেকে। তবে সময়ের সাথে সাথে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে এনেছেন। সময় করেই একে অন্যকে নিয়ে ঘুরতে বের হচ্ছেন।
সর্বশেষ শ্রীময়ীকে নিয়ে ডেটেও গিয়েছেন কাঞ্চন। তো, প্রেমিকাকে নিয়ে কোথায় গেলেন এই অভিনেতা? জানা গেছে, শ্রীময়ীকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।
পূজায় মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’ সিনেমায় অভিনয় করছেন কাঞ্চন। যেখানে তার চরিত্রের নাম নিত্যানন্দ পুতিতুণ্ডি। প্রেমিককে সঙ্গে নিয়েই প্রেক্ষাগৃহে হাজির হয়ে তার সিনেমা উপভোগ করলেন শ্রীময়ী। সিনেমা হল থেকে বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘রক্তবীজ’ দেখলাম। তা-ও আবার অফিসার নিত্যানন্দ পুতিতুণ্ডির সঙ্গে। পক্ষপাত না করেই বলছি, ছবিটা একদম অন্যরকম।
উল্লেখ্য, ২০২১ সালে কাঞ্চন-পত্নী পিঙ্কি চট্টোরাজ স্বামী ও শ্রীময়ীর নামে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর স্ত্রী-সংসার থেকে দূরে থাকতে শুরু করেন কাঞ্চন। বর্তমানে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকেন পিঙ্কি। আদালতে তাদের বিচ্ছেদ মামলা চলছে। অন্যদিকে শ্রীময়ীর সঙ্গে নতুন সম্পর্কের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।