শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

দলীয় সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, মঙ্গলবার হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী গতকাল বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন। দলীয় সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, মঙ্গলবার হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। গতকাল তাই তাঁকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী সোনিয়ার অবস্থা স্থিতিশীল। মায়ের অসুস্থতার খবর পেয়ে ভারত জোড়ো যাত্রা থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গত মঙ্গলবার রাতে দিল্লি ফিরে আসেন। গতকাল সকালে রাহুল আবার যাত্রায় যোগ দেন। দলীয় সূত্রের খবর, প্রিয়াঙ্কাও শিগগিরই যাত্রায় যোগ দেবেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত নেত্রী।

বছর শেষের বিরতির পর গত মঙ্গলবার সকাল থেকে ভারত জোড়ো যাত্রা আবার শুরু হয়। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাবেক গোয়েন্দাপ্রধান এ এস দৌলতের পাশাপাশি উত্তর প্রদেশে ওই যাত্রায় যোগ দেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ।

উত্তর প্রদেশের কংগ্রেস নেতা আচার্য প্রমোদ এই যাত্রায় যোগ দেওয়ার জন্য বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালাকে অনুরোধ জানিয়ে টুইট করেছিলেন। শেহজাদ তার জবাবে পাল্টা টুইট করে বলেন, দেশকে যারা টুকরা টুকরা করতে চায়, যারা আফজল গুরুর (ভারতের সংসদে হামলার মূল চক্রী) সমর্থক, যারা হিন্দুত্ববাদীদের আইএসআইএসের সঙ্গে তুলনা করে, যারা গোহত্যা করে, যারা রামচন্দ্রের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে ও যারা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে আনতে চায়, তাদের কাছ থেকে যাত্রাকে মুক্ত করা হলে তিনি প্রথম যোগ দেবেন।

উত্তর প্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও পাঞ্জাব হয়ে ভারত জোড়ো যাত্রা যাবে জম্মু-কাশ্মীর। ৩০ জানুয়ারি শ্রীনগরে জাতীয় পতাকা তোলার মধ্য দিয়ে শেষ হবে এই পর্বের যাত্রা। ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র মঙ্গলবার বলেন, ‘আমার বড় ভাই সত্যের পথে চলছেন। সহযাত্রী সবাই দেশের সর্বত্র একতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিন।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom