শ্বশুরের ৭ ঘণ্টা পর মারা গেলেন পুত্রবধূ

রোববার (০৯ অক্টোবর) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শ্বশুরের ৭ ঘণ্টা পর মারা গেলেন পুত্রবধূ

প্রথম নিউজ, ফেনী: ফেনীর দাগনভূঞায় শ্বশুরের মৃত্যুর সাত ঘণ্টার মাথায় পুত্রবধূ মারা গেছেন। রোববার (০৯ অক্টোবর) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর আলীপুর গ্রামের মো. বেলায়েত হোসেন (৬৫) ডায়াবেটিস ও হৃদরোগের রোগী ছিলেন। এ কারণে তাকে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার বিকেল ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ বাড়িতে নেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বেলায়েত হোসেনের মৃত্যুর খবর শোনার পর পরই তার বড় ছেলে ওমানপ্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী কোহিনূর আক্তার (২৬) বিলাপ করতে করতে অসুস্থ হয়ে পড়েন। শ্বশুরের লাশ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পথেই পুত্রবধূ কোহিনূরের বুকে ব্যথা ওঠে। বাড়ির লোকজন তাৎক্ষণিক তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

স্বজনরা জানান, কোহিনূর আক্তারও দীর্ঘ দিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ফাতিহা নুরের বয়স পাঁচ বছর এবং ছোট মেয়ে ফাইজা নুরের বয়স মাত্র তিন বছর। কোহিনুরের বাবার বাড়ি ফেনী সদর উপজেলার মধুয়াই গ্রামে। এদিকে বাবার মৃত্যুর খবর শুনে ওমানপ্রবাসী আনোয়ার হোসেন দেশের পথে রওনা হন। কিন্তু পথেই স্ত্রীর মৃত্যুর খবরও শুনতে পান। এতে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয় মাতুভূঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লা আল মামুন বলেন, ঘটনা শুনে ওই বাড়িতে গিয়েছিলাম। একইসঙ্গে পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনা খুবই হৃদয়বিদারক।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom