শ্বশুরবাড়ির লোকদের ফাঁসাতে গায়ে আগুন, নির্মম পরিণতি মীমের
দুলাভাইয়ের স্বীকারোক্তি
প্রথম নিউজ, ঢাকা: শ্বশুরবাড়ির লোকদের ফাঁসাতে হাত-পা বেঁধে কেরোসিন ঢেলে আগুন লাগানোর নাটক সাজান। কিন্তু দুভার্গ্যক্রমে সেই আগুনে দগ্ধ হয়ে নির্মম মৃত্যু হয় গৃহবধূ হালিমা আক্তার মীমের। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার জামাল হোসেন প্রিন্সের স্ত্রী। মীমের সাথে দগ্ধ হয় ছয় মাসের শিশু সন্তান জিসানও। এ ঘটনার মূলহোতা আরিফ হোসেন সিকদারকে গত রবিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন আ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট থেকে গ্রেফতার করেছে পুলিশ। আরিফের বাড়ি উপজেলার কার্তিক পাশা গ্রামের হামেদ সিকদারের ছেলে। তিনি সম্পর্কে নিহতের চাচাতো দুলাভাই।
আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় পুলিশ সুপারের সম্মলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে কিছু দূরে দুমকি মহাসড়কের সিসিটিভি ফুটেজে ওই ব্যক্তির গতিবিধি অস্বাভাবিক দেখে ছায়াতদন্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। আরিফ সিকদারের ভাষ্যমতে, ‘এ ঘটনার সব পরিকল্পনা ছিল মীমের। সে তার শাশুড়িসহ শ্বশুরবাড়ির অন্যদের ফাঁসানোর জন্য তাকে খবর দিয়ে আগুন লাগানোর একটি নাটক সাজাতে চেয়েছিল। কিন্তু নাটক সাজাতে গিয়ে তার শরীরে আগুন লেগে সে দুর্ঘটনার স্বীকার হন।’
গ্রেফতারকৃত আরিফ সিকদার ঢাকায় কেরানীগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত। মীমের সঙ্গে তার প্রায়ই মোবাইলে কথা হতো। পরিকল্পনা করেই মীম ঢাকা থেকে আরিফ সিকদারকে দুমকিতে ডেকে আনেন এবং ঘটনা ঘটান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার নিজের ফাঁদে নিজেই ধরা খেয়েছেন। আসামিকে কোর্টে চালান দেয়া হয়েছে এবং তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না সে বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, সাতানী আমীরউদ্দীন মাধ্যমিক বিদ্যালয় থেকেই প্রিন্স ও মীমের প্রেম ছিল। দুমকী জনতা কলেজে এসে সম্পর্ক আরও গভীর হয়। শুরুর দিকে দুই পরিবারের অমত থাকলেও পরবর্তীতে প্রিন্স ও মীমের পারিবারিকভাবে বিয়ে হয়। কিছুদিন ভালোভাবে কাটলেও সন্তান হবার পর থেকেই শুরু হয় শাশুড়ির সঙ্গে দ্বন্দ্ব, পরবর্তীতে যা গড়ায় সালিস পর্যন্ত। একপর্যায়ে জুন মাসের ২ তারিখে শ্বশুরবাড়ি ছেড়ে স্বামী প্রিন্সের সঙ্গে শাহজাহান দারোগার ভাড়া বাড়িতে ওঠার ছয় দিনের মাথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মীমের সঙ্গে তাদের ছয় মাসের শিশু সন্তান জিসানও দগ্ধ হয়।
এরপর চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়। সেখানে ভর্তি হতে না পেরে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়া অবস্থায় শুক্রবার (৯ জুন) বিকেলে মারা যান মীম।
এদিকে হালিমা আক্তার মীমের মৃত্যুর ঘটনায় তার মামা ওমর ফারুক বাদী হয়ে দুমকী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নিহত গৃহবধূর শাশুড়ি পিয়ারা বেগমসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়। এ ঘটনায় পুলিশ মীমের শাশুড়ি পিয়ারা বেগমকে গ্রেফতার করে।