শনিবার ঢাকার যে সড়ক বন্ধ থাকবে
![শনিবার ঢাকার যে সড়ক বন্ধ থাকবে](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67a6d49e6ad39.jpg)
প্রথম নিউজ, অনলাইন: ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য সকল যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।