সংসদের উচ্চকক্ষে অর্ধেক দলীয়, বাকিরা নির্দলীয় : কমিশনের প্রস্তাব
![সংসদের উচ্চকক্ষে অর্ধেক দলীয়, বাকিরা নির্দলীয় : কমিশনের প্রস্তাব](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67a6d328c367a.jpg)
প্রথম নিউজ, অনলাইন: নির্বাচনব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে প্রায় ১৫০টি সুপারিশ রেখেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এর মধ্যে একটি সুপারিশ হলো— সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক ভিত্তিতে হবে। উচ্চকক্ষের অর্ধেক সদস্য হবেন দলীয়, বাকি অর্ধেক হবেন নির্দলীয়। নির্দলীয় সদস্যদেরও রাজনৈতিক দলগুলোই মনোনয়ন দেবে।
আজ শনিবার নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনসহ ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যক্রমে আশু করণীয় (স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি) কী, সে সম্পর্কে সুপারিশমালা পেশ করবেন। সংস্কার কার্যক্রমের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণ-অভ্যুত্থানে যে শক্তিগুলো রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে রয়েছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না।
বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে। রাষ্ট্রপতি হবেন নির্দলীয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেওয়া।
২০ জন সদস্য নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে। দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন কেউ রাষ্ট্রপতি না হন। একই সঙ্গে কেউ যেন প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান না হন।