শচীনকে ছাড়িয়ে বিশ্বকাপে যে রেকর্ড গড়লেন ওয়ার্নার
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : ভারত ম্যাচের মধ্য দিয়ে রোববার ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। রোববার ভারতের চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছেন বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এদিন ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ৫২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪১ রান করে ফেরেন ডেভিড ওয়ার্নার। এদিন ৪১ রান করার মধ্য দিয়ে বিশ্বকাপে দ্রুততম এক হাজার রানের মালিক হয়ে যান ওয়ার্নার।
বিশ্বকাপে হাজার রান করতে গিয়ে ৩৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা ভেঙেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। শচীন ও ডি ভিলিয়ার্স বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলকে স্পর্শ করেছিলেন ২০ ইনিংসে। মাত্র ১৯ ইনিংসে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওয়ার্নার।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে হাজার রান করেন ওয়ার্নার। তার আগে রিকি পন্টিং (১৭৪৩), অ্যাডাম গিলক্রিস্ট (১০৮৫) ও মার্ক ওয়াহ (১০০৪) হাজার রান করেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ২ হাজার ২৭৮ রান করেছেন শচীন টেন্ডুলকারের। ১ হাজার ৫৩২ রান করে দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং।