শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না: ফজলুর রহমান

আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না: ফজলুর রহমান

প্রথম নিউজ কিশোরগঞ্জ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার অচিরেই চলে যাবে। যদি না যায় আমি মনে করবো আমার ৫৮ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বৃথা। শেখ হাসিনা কোনোদিন ২০২৩ সালের নির্বাচন করতে পারবেন না। ২০২৩ এর শেষে বা ২০২৪ সালের প্রথমে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, না, না।

আজ সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি আরও বলেন, এ দেশে জনগণের সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে। সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। বেগম খালেদা জিয়া জেল থেকে বেরিয়ে এসে বিএনপির নেতৃত্ব দিবেন। তার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি জয়ী হবে।

এসময় জেলা বিএনপির সহসভাপতি উম্মে কুলসুম রেখা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, ছাত্রদল সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন প্রমুখ উপস্থিত ছিলেন।