শিক্ষার্থীদের দাবি মেনে নিলো কর্তৃপক্ষ, আগামীকাল থেকে রাবিতে ক্লাস-পরীক্ষা
সোমবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এসব কথা বলেন রাবির ভিসি।
প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে আগামীকাল (মঙ্গলবার) থেকে চলবে ক্লাস ও পরীক্ষা। সোমবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এসব কথা বলেন রাবির ভিসি। ভিসি বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীদের ওপর স্থানীয় লোকজন যেভাবে চড়াও হয়েছিল, তার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ বড় আকার ধারণ করায় আমরা ১২ ও ১৩ মার্চ দু’দিন ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা করেছিলাম।
তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা শান্তিপ্রিয়। তারা আমাদের কাছে কিছু দাবি জানিয়েছে। আমরা তাদের দাবিগুলো মেনে নিয়েছি, তারাও ঘরে ফিরে গেছে। এখন ক্যাম্পাস শান্ত রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল (মঙ্গলবার) থেকে নিয়মিত চলবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা।’ ভিসি বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। তাদের বড় দাবি হলো শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা। আমাদের ১০তলা করে দুটি ভবনের কাজ চলমান। শিগগিরই এ ভবনগুলোর কাজ শেষ হবে। এছাড়াও চারটি আবাসিক হল নির্মাণের জন্য আমরা উপর মহলে আবেদন জানিয়েছি।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: