শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের জানাজা সম্পন্ন
রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও বিশিষ্ট শিক্ষাবিদ রহিমা ওয়াদুদের জানাজা সম্পন্ন হয়েছে
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও বিশিষ্ট শিক্ষাবিদ রহিমা ওয়াদুদের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমার মেয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ছেলে ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, পানিসম্পদ বিষয়ক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : শিক্ষামন্ত্রী দীপু মনির মা আর নেই
জানাজা শেষে বিভিন্ন স্তরের মানুষের পক্ষ থেকে মরহুমার কফিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর মরদেহ বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন রহিমা ওয়াদুদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু ও এক মেয়ে ডা. দীপু মনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।