লন্ডনে জমে উঠেছে পরমব্রত-ইশার প্রেম
ভালোবাসার সংজ্ঞা খোঁজার চেষ্টায় পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা
প্রথম নিউজ, ডেস্ক : ভালোবাসার সংজ্ঞা খোঁজার চেষ্টায় পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা। এই প্রথমবার নায়ক-নায়িকা হিসেবে বড়পর্দায় জুটি বাঁধছেন দুই তারকা। অরিত্র সেনের পরিচালনায় তৈরি ‘ঘরে ফেরার গান’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে দু’জনকে। শনিবার প্রকাশ্যে এলো সিনেমার টিজার।
এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি তৈরি করেছেন অরিত্র। গল্প তারই সৌম্যশ্রী সঙ্গে যৌথভাবে লিখেছেন চিত্রনাট্য ও সংলাপ। লন্ডন শহরের প্রেক্ষাপটে কাহিনি সাজিয়েছেন পরিচালক। শুটিংও সেখানেই হয়েছে। ছবিতে তোড়ার ভূমিকায় অভিনয় করেছেন ইশা। কলকাতার মেয়ে তোড়া বিয়ে করে ঋভুকে (গৌরব চট্টোপাধ্যায়)। বিয়ের পর লন্ডনে যেতে হয় তাকে। কিন্তু সংসারে শান্তি নেই তোড়ার। এমন সময় তার দেখা হয় ইমরানের (পরমব্রত চট্টোপাধ্যায়) সঙ্গে। তাকে ভালোবেসে ফেলে তোড়া। তারপরই শুরু হয় সম্পর্কের টানাপোড়েন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews