লুটপাট বন্ধ করো, জ্বালানি তেলের দাম কমাও: সিপিবি
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)'র উদ্যোগে 'ডিজেল, পেট্রোল, অকটেনের মূল্য বৃদ্ধির প্রতিবাদের এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে।’
প্রথম নিউজ,ঢাকা: রাতের আঁধারে একেবার জ্বলানির মূল্য ৫০ শতাংশ বৃদ্ধি জনগণ মেনে নেবে না। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম)।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)'র উদ্যোগে 'ডিজেল, পেট্রোল, অকটেনের মূল্য বৃদ্ধির প্রতিবাদের এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে।’
সভাপতির বক্তব্যে কমরেড ডা. এম এ সামাদ বলেন, ‘সরকার অযাচিতভাবে হঠাৎ করে রাতের অন্ধকারে পেট্রোল, অকটেন, ডিজেলের ৫০% মূল্য বৃদ্ধি করে দিয়েছে। এর প্রভাবে পরিবহন সেক্টরসহ দেশের প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। বর্তমানে দেশে করোনা পরিস্থিতির পরে সব পণ্যের দাম জনগণের জন্য ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা বারবার দাবি জানাচ্ছি যে লুটপাট বন্ধ করুন। সরকারের বিভিন্ন সেক্টরে লুটপাট, দুর্নীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
অন্যান্য বক্তারা বলেন, ‘কোনো অবস্থায় রাতের আঁধারে একেবারে জ্বালানির মূল্য বৃদ্ধি ৫০ শতাংশ জনগণ মেনে নেবে না। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানাই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকার বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আরও বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সামছুল হক সরকার, তারেকুল ইসলাম বিডি, জাহিদ আনসারীসহ আরও অনেকেই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews