রাসেল গাজী হত্যা মামলায় ইনু-পলক গ্রেপ্তার

প্রথম নিউজ, অনলাইন: ঢাকার আশুলিয়া থানার রাসেল গাজী হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান।
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন তাদের গ্রেপ্তার চেয়ে শুনানি করেন।
শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর কারাগারে পাঠানো হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া থানার গাজীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পতির ছেলে মো. রাসেল গাজী পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে ছাত্র-জনতা তাকে উদ্ধার করে প্রথমে পল্লীবিদ্যুৎ হাবিব ক্লিনিক এবং পরে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল এবং আরো উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়।
আহত রাসেল গাজী একইদিন বিকেলে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৮ সেপ্টেম্বর বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করে।