রুমমেটের সাড়ে ৮ লাখ টাকা নিয়ে পালানো জবি শিক্ষার্থী গ্রেপ্তার
সোমবার (৯ সেপ্টেম্বর) গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ার বেগমগঞ্জের একটি বাসার মেস থেকে সাড়ে ৮ লাখ টাকা চুরির ঘটনায় মো. মনিরুল ইসলাম শাহীন নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার মনিরুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আবু সাঈদ বলেন, গত ৩ অক্টোবর গেন্ডারিয়ার বেগমগঞ্জের একটি বাসা থেকে ৮ লাখ ৫৩ হাজার ২৬০ টাকা চুরি সংক্রান্ত একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্তে জানা যায়, মামলার বাদী মোস্তাফিজুর রহমান হিমেলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়জন ছাত্র বেগমগঞ্জের ওই বাসার ৭ম তলার একটি কক্ষ ভাড়া নিয়ে মেস হিসেবে প্রায় দুই বছর ধরে বসবাস করছেন।
তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। ঘটনার দিন তাদের রুমমেট মনিরুল ইসলাম শাহীনকে রুমে রেখে অন্যান্যরা ক্লাসে চলে যান। পরে দুপুর ১টায় এক রুমমেট বাসায় এসে মেইন দরজা খোলাসহ বাসার মালামাল এলোমেলো দেখতে পান। তখন অন্যান্যরা এসে বাদীর বাবার ব্যবসায়িক কাজের জন্য বাড়ি থেকে নিয়ে আসা ৮ লাখ ৫০ হাজার ও মেস ভাড়া বাবদ ৩ হাজার ২৬০ টাকা চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে রুমমেট মনিরুল ইসলামের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করলে তিনি গ্রামের বাড়ি চট্টগ্রামে যাওয়ার জন্য রওয়ানা হয়েছে বলে জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মো. মনিরুল ইসলাম শাহীনকে গ্রেপ্তার করা হয়। আর তার কাছ থেকেই উদ্ধার করা হয় বাসা থেকে চুরি হওয়া ৮ লাখ ৫৩ হাজার ২৬০ টাকা। গেন্ডারিয়া থানায় রুজুকরা মামলায় গ্রেপ্তার মনিরুল ইসলাম শাহীনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।