রমজানে পানি সরবরাহ তদারকি করবে ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াসার সচিব শারমিন হক আমীর এ বিষয়ে কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন।

রমজানে পানি সরবরাহ তদারকি করবে ঢাকা ওয়াসা
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: চলমান শুষ্ক মৌসুম ও রমজানে ঢাকা মহানগরীর পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মডস জোনগুলো তদারকি করবে ঢাকা ওয়াসা। এ জন্যে ১০টি অ্যাডভাইজারি ও মনিটরিং টিম গঠন করা হয়েছে। আজ শনিবার ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এসব কমিটি জোন ভিত্তিক পাম্পগুলো আকস্মিক পরিদর্শনের পাশাপাশি পাম্প অপারেটরদের ডিউটি রোস্টার ও অপারেশন সিডিউল যাচাই করবে।

এছাড়া পাম্পচালকরা যথা নিয়মে দায়িত্ব পালনের বিষয়টি কমিটি দেখবে। কোনো ধরনের অনিয়ম পেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সুপারিশসহ ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করতে হবে। অ্যাডভাইজারি এবং মনিটরিং টিম আগামী ৭ মে পর্যন্ত এসব কাজ চলমান রাখবে। ঢাকা ওয়াসার সচিব শারমিন হক আমীর এ বিষয়ে কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন। শারমিন হক আমীর জানান, চলমান শুষ্ক মৌসুম ও আসন্ন রমজান মাসে ঢাকা মহানগরীর পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে মডস জোনসমূহে কার্যক্রম তদারকির জন্য ঢাকা ওয়াসার কর্মকর্তাগণের সমন্বয়ে মোট ১০ টি অ্যাডভাইজারি ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।

জানা গেছে, ১০টি মডস জোনের কমিটিতে রয়েছেন- মডস জোন-১ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহরুল ইসলাম। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-২ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত মাহমুদ। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৩ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেগম কামরুন্নাহার লায়লী। নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। মডস জোন-৪ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজুল হক। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৫ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে।

মডস জোন-৬ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে।মডস জোন-৭ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৮ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহসেন আলী মিয়া। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৯ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-১০ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নরুল ইসলাম। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom