রাতের রাস্তায় প্রেম, মুখ লুকালেন অনন্যা

রাতের রাস্তায় প্রেম, মুখ লুকালেন অনন্যা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ডুবে ডুবে জল খাওয়ার দিন শেষ। আদিত্য-অনন্যার প্রেমকাহিনির চর্চা এখন বিটাউনের সর্বত্র। অসমবয়সি এই জুটিকে নিয়ে বিটাউন থেকে নেটপাড়া, চর্চা সর্বত্র। এবার সম্ভবত জল্পনায় সিলমোহর। অফিশিয়ালি ঘোষণা না করলেও আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যা পাণ্ডেকে যেভাবে এক গাড়িতে দেখা গেল রাতের মুম্বই শহরে, তাতে আর বুঝতে বাকি থাকে না যে তাঁরা একে-অপরের প্রেমে মশগুল। কালো গাড়িতে। কাচ উঠানো। চালকের আসনে বলিউড অভিনেতা। পাশেই বসে চাঙ্কিকন্যা। একে অপরের সঙ্গে গল্পে মশগুল।

বৃষ্টির মৌসুমে রাতের শহরে সম্ভবত রোম্যান্টিক ড্রাইভে বেরিয়েছিলেন। তবে সেখানেও পাপ্পারাজিদের হাত থেকে রেহাই পাননি দুই তারকা। স্পেন, পর্তুগালের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অবশ্য আদিত্য-অনন্যাকে নিয়ে কৌতূহল ছিল মায়ানগরীর ফটোশিকারিদের। এবার রাতের মুম্বইতে  এক গাড়িতে দুই তারকাকে দেখে সুযোগ বুঝেই ক্যামেরার শাটার ফেলতে আর দেরি করলেন না তারা। অভিনেত্রীকে বাড়িতে ফেরাতে যাচ্ছিলেন আদিত্য। তখনই পাপ্পারাজিরা উপস্থিত। বৃষ্টিভেজা মায়ানগরীর রাতের রাস্তায় একসঙ্গে ফ্রেমবন্দি হলেন ‘আশিকি’ অভিনেতা। আর পাপ্পারাজিদের ফটো তুলতে দেখেই লাজে রাঙা হয়ে তড়িঘড়ি হাত দিয়ে মুখ ঢাকতে দেখা গেল অনন্যা পাণ্ডেকে। সেই ছবি এখন নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। প্রসঙ্গত, শনিবারই স্পেনে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন চাঙ্কিকন্যা। তাকে দেখেই নেটপাড়া ‘নাইট ম্যানেজারের’ কথা মনে করিয়ে দিলেন। নায়িকার হট ছবির নিচে তাঁদের প্রশ্ন- “নাইট ম্যানেজার কোথায়? উল্লেখ্য, আদিত্য রায় কাপুর অভিনীত ‘নাইট ম্যানেজার’ সিরিজ বেশ শোরগোল ফেলেছে সম্প্রতি। উপরন্তু স্পেন থেকে পর্তুগালে অভিনেতার সঙ্গে নায়িকার চুটিয়ে প্রেম করার ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন নেটিজেনরা। কখনও আদিত্যর বাহুলগ্না হয়ে দেখা গিয়েছে তাকে, তো কখনও বা আবার প্রেমিকের সঙ্গে বিদেশের রাস্তায় অনন্যা পাণ্ডের খুনসুঁটির ছবি ভাইরাল হয়েছে।