রাজশাহীতে চিকিৎসকদের বিক্ষোভ

 রাজশাহীতে চিকিৎসকদের বিক্ষোভ

প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহীতে ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা।

বক্তারা বলেন, গোলাম কাজেম আলী আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ হত্যাকাণ্ডের ছয়দিন পার হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় আমরা অনিরাপদ বোধ করছি।

২৯ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে প্রাইভেট চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতের নিহত হন ডা. কাজেম আলী আহমেদ। এরপর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএমএ।