রাজধানীর কৃষি মার্কেট মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল
প্রথম নিউজ, ঢাকা: অবরোধ সফল করার লক্ষ্যে আজ ৫ ই নভেম্বর স্বেচ্ছাসেবক দল মোহাম্মদপুর, শেরেবাংলানগর ও আদাবর থানার উদ্যোগে কৃষি মার্কেট সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের এক নং সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ফখরুল ইসলাম রবিন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইউসুফ হারুন পাটোয়ারী , ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু , শেরেবাংলানগর থানার সাবেক আহ্বায়ক জি এম বাদল , সাবেক সদস্য সচিব বেলাল আহমেদ সুমন, মোহাম্মদপুর থানার সদস্য সচিব আমিনুর রহমান লিটন, আদাবর থানার সদস্য সচিব হাসান সিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।