রাজধানীতে ৭ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই জন গ্রেফতার
গ্রেফতারকৃতরা হলো মো. সেলিম মিয়া ও মো. ফয়সাল হোসেন ওরফে টিপু।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মো. সেলিম মিয়া ও মো. ফয়সাল হোসেন ওরফে টিপু।
মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) দুপুর ২টা ৫৫ মিনিটে দারুসসালামের ১৪/১ পুরাতন গাবতলীর অনাবিল কাউন্টারের সামনে থেকে তাদেরকে বিপুল পরিমাণ ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান। তিনি জানিয়েছেন, মহানগরীতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে, দারুস সালামের পুরাতন গাবতলীর অনাবিল কাউন্টারের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী প্রাইভেটকারসহ ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে প্রাইভেটকারসহ পালানোর চেষ্টা করলে সেলিম ও ফয়সালকে গ্রেফতার করা হয়।
তিন জানান, অভিযানে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৭ হাজার পিস ইয়াবা। এসময় একটি সাদা রঙের টোয়েটা প্রাইভেটকার জব্দ করা হয়, যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-গ ২৫-৪৩১১। এ ঘটনায় দারুসসালাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: