রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

প্রথম নিউজ, ঢাকা: বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। ‘ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণ করা হয়। 
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
পুরানা পল্টন কালভার্ট রোড “পল্টন টাওয়ার” এর সামনে থেকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মনির হোসেন মৃধা, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক সহ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ সকল মহানগর নেতৃবৃন্দ ও থানা, ওয়ার্ডের সকল সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।