রাজধানীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
নিহতরা হলেন- মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে ফয়েজ আহমেদ।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় মা ও তার দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে নীলসাগর এক্সপ্রেস জয়দেবপুর থেকে ঢাকার প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহমুদা আক্তার মিতু (২৬) ও তার দুই বছরের ছেলে ফয়েজ আহমেদ।
পুলিশের এ কর্মকর্তা বলেন, গাড়িটির চালাক ছিলেন মিতুর স্বামী মো. হাসান। এ দুর্ঘটনায় হাসান এবং তাদের মেয়েসহ তিন জন আহত হয়েছেন।
ট্রেনটি ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের ওপর উঠে পড়ে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারী ও তার শিশুপুত্র মারা যায়।
স্থানীয়রা জানান, হাসান একটি রেন্ট-এ-কার কোম্পানির মাইক্রোবাস চালান। বৃহস্পতিবার ভোরে তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে বের হয়েছিলেন। বাসার কাছেই রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আহত তিনজনকে উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা তারিকুল ইসলাম রায়হান জানান, এ রেলগেটে একাধিক গেটম্যান দায়িত্ব পালন করে থাকেন; তবে ভোরের দিকে গেট খোলা ছিল। ফরে মাইক্রোবাসটি বিনা বাধায় লাইনে উঠে পড়ে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: